৪০টি বাউন্ডারি ও ছক্কায় নান্দনিক এই ইনিংস গড়েছেন ওয়ার্নার। বাউন্ডারি হাঁকিয়েছেন ৩৯টি আর ছক্কা ১টি।

এর আগে ১৯৩২ সালে অ্যাডিলেডে স্যার ব্রাডম্যান ২৯৯ রান করেছিলেন। ৮৭ বছর পর সেই রেকর্ড ভাঙলেন ওয়ার্নার। ১ রান করে তাকে টপকে যান। এরপর করলেন আরো ৩৫ রান। ৩৩৫ রানে অপরাজিত থাকলেন প্রথম ইনিংসে।

ওয়ার্নারের এ ইনিংসটি টেস্ট ইতিহাসের দশম সর্বোচ্চ স্কোর। অস্ট্রেলিয়ার স্যার ব্রাডম্যান ও মার্ক টেইলর এই জায়গাটা দখল করেছিলেন ৩৩৪ রান নিয়ে। ১ রান নিয়েই তাদের পেছনে ফেলেন তিনি। এরপর প্রথম ইনিংস ঘোষণা করায় ৩৩৫ রানেই থামতে হয় হয় ওয়ার্নারকে। তবে আর মাত্র পাঁচ রান করলেই পাকিস্তানের হানিফ মোহাম্মদ (৩৩৭) ও শ্রীলঙ্কার জয়সুরিয়াকে (৩৪০) ছাড়িয়ে যেতেন তিনি। এই তালিকার শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা ৪০০ রান নিয়ে।